নতুন গ্রহ

পৃথিবীর চেয়ে সাড়ে তিন গুণ বড় গ্রহের সন্ধান!

পৃথিবীর চেয়ে সাড়ে তিন গুণ বড় গ্রহের সন্ধান!

এই ব্রহ্মাণ্ডে কোথাও কি রয়েছে পৃথিবীর দোসর? যেখানে থাকবে নির্দিষ্ট বায়ুমণ্ডল। আর থাকবে প্রাণ। আজও তার খোঁজ মেলেনি। তবে খোঁজায় কমতি রাখেননি জোতির্বিজ্ঞানীরা। এবার তাঁরা আবিষ্কার করলেন একটি নতুন গ্রহ (Exoplanet)। আমাদের সৌরজগৎ থেকে বহু দূরে তার অবস্থান। পৃথিবী থেকে দূরত্ব ৯০ আলোকবর্ষ। যেটিকে দেখে বিস্মিত গবেষকরা।